স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
কুমিল্লার মুরাদনগর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত ওই কমিটিতে এস.আর রহিম পারভেজ কে আহবায়ক ও মো: সেলিম সরকারকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
জানা যায়, গত ১২ নভেম্বর কুমিল্লা (উত্তর) জেলা সেচ্ছাসেবক লীগের এক যৌথ সভায় সর্বসন্মতিক্রমে কমিটির আহবায়ক মোছলেহ উদ্দিন ও সদস্য সচিব ড. আহসানুল আলম সরকার কিশোর কর্তৃক কমিটি অনুমোদনের পর গতকাল সোমবার তা গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এদিকে নব গঠিত এই কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা (উত্তর) জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকারসহ উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কালের কন্ঠের সংবাদিকের উপর হামলা ক্যামেরা ছিনতাই মুরাদনগরে সেচ্ছাসেবকলীগের দু’গ্রুপের সংঘর্ষ:আহত ৫
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS