Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
কালের কন্ঠের সংবাদিকের উপর হামলা ক্যামেরা ছিনতাই মুরাদনগরে সেচ্ছাসেবকলীগের দু’গ্রুপের সংঘর্ষ:আহত ৫
Details
গত রোববার মুরাদনগর উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। উপজেলা কমপেলক্স মিলনায়তনের সামনে সংঘঠিত ওই সংঘর্ষের ছবি ও ভিডিও ফুটেজ ধারন করতে গেলে দৈনিক কালের কন্ঠের মুরাদনগর উপজেলা প্রতিনিধি ও মুরাদনগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক আজিজুর রহমান রনিকে লাঞ্চিত করে তার ক্যামেরা ছিনিয়ে নিয়েছে একদল সন্ত্রাসী। এ ঘটনায় মুরাদনগর উপজেলা সদরে অতিরিক্ত এক প্লাটন পুলিশ মোতায়েন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাংবাদিক রনি সেচ্ছাসেবক লীগের দুগ্রুপের সংঘর্ষের ছবি ধারন করার সময় উপজেলার ছিলমপুর গ্রামের মাদক সেবনকারী বখাটে পারভেজের নেতৃত্বে ৪/৫ জন সন্ত্রাসী হামলা ও লাঞ্চিত করে ক্যামেরা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে আজিজুর রহমান রনি মুরাদনগর প্রেসক্লাবের সকল সাংবাদিকদের উপস্থিতিতে মুরাদনগর থানায় একটি অভিযোগ করেন।
আজিজুর রহমান রনি জানান, আমি সংঘর্ষের ছবি তোলতে গেলে পারভেজের নেতৃত্বে ৪/৫ জন সন্ত্রাসী আমার উপর হামলা চালিয়ে ক্যামেরা ছিনিয়ে নেয়, উপজেলা ভাইস চেয়ারম্যানে ও অন্য লোকেরা আমাকে উদ্ধার করে। মুরাদনগরের সকল সাংবাদিকরা সন্ত্রাসী পারভেজ সহ ঘটনার সাথে জড়িতদের প্রেফতারের দাবী জানান।
এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন সাংবাদিক লাঞ্চিতের ঘটনার কথা স্বীকার করে জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Images
Attachments